ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বগুড়ায় ৭ই মার্চ উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
নানা আয়োজনে বগুড়ায় ৭ই মার্চ উদযাপন বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: কাওছার উল্লাহ আরিফ

বগুড়া: বগুড়ায় নানা আয়োজনের ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। 

বুধবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা সংলগ্ন টেম্পলরোডের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক আসাদুর রহমান দুলু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু প্রমুখ।

ঐতিহাসিক ৭ই মার্চে ভাষণ ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড রেজিস্টারে অন্তর্ভুক্ত হওয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সভা-সমাবেশ, সাজসজ্জা, মাইকযোগে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতি অনুষ্ঠান, বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার লাগানোসহ বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হচ্ছে। এসব কর্মসূচিতে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

এর আগে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।