বুধবার (৭ মার্চ) সকালে দেপাশাই এলাকার আঞ্চলিক রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল উপজেলার সোমভাগ ইউনিয়নের দেপাশাই গ্রামের মো. মফিজ উদ্দিনের ছেলে এবং জয়পুরা এসিড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দেপাশাই মধ্যপাড়া থেকে বাসে করে দেপাশাই কাউন্সিল এলাকায় যাচ্ছিল শাকিল। পথে সে চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করলে গাছের ডালের সঙ্গে বাড়ি লাগে। এসময় মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় তার। এ অবস্থায় শাকিলকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধামরাই থানার উপ পরিদর্শক (এসআই) বাবলু শরীফ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে হাসপাতালে যাই এবং ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/