ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
খাগড়াছড়িতে ইউপিডিএফ’র সঙ্গে সংঘর্ষে ৩ পুলিশ আহত ইউপিডিএফ’র সঙ্গে সংঘর্ষে পুলিশ আহত

খাগড়াছড়ির জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সমর্থিত তিন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।

বুধবার (০৭ মার্চ) সকাল ১১টার দিকে শহরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফ কর্মী অমর বিকাশ চাকমার ২২তম মৃত্যু বার্ষিকীর সমাবেশকে কেন্দ্র করে সংগঠনটির নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এসময় ইউপিডিএফ সদস্যরা ইটপাটকেল ও গুলি ছোড়ে।

ইটের আঘাতে পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এরা হলেন সাব্বির হোসেন, সজিব বড়ুয়া ও আলী।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ৬ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে ঘটনার পর থেকে স্বনির্ভর এলাকায় আতঙ্কিত লোকজন দোকানপাট বন্ধ করে দেয়। প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে খাগড়াছড়ির সঙ্গে পানছড়ি উপজেলা সড়ক যোগাযোগ।  

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মাইকেল চাকমা জানান, সকালে স্বনির্ভর এলাকায় সংগঠনের কার্যালয়ের সামনে পাহাড়ি ছাত্রপরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরামের নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিনা উস্কানিতে আমাদের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।
 
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান, ইট-পাটকেল ও গুলিতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করেছি। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।