ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মতিঝিলে ফাঁকা রাস্তায় গাড়ির জন্য হাহাকার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
মতিঝিলে ফাঁকা রাস্তায় গাড়ির জন্য হাহাকার  রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল ভরদুপুরে এমন ফাঁকা দেখ যায়/ছবি: বাংলানিউজ

ঢাকা: দুপুরের ব্যস্ততম সময়েও ব্যাংক পাড়া খ্যাত রাজধানীর মতিঝিলের রাস্তা ছিল ফাঁকা। দেখা মিলছে না কোনো ধরনের গণপরিবহন। যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে শত শত মানুষকে। কাছের যাত্রীরা রিকশায় যাতায়াত করলেও গুনতে হচ্ছে অনেক বেশি ভাড়া।

বুধবার (৭) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মতিঝিলে গিয়ে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।

গাড়ির জন্য অপেক্ষা করা যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার এসেছিলেন।

কাজ শেষে দেখেন রাস্তা ফাঁকা, কিন্তু গাড়ি নেই। দীর্ঘ সময় পর দু’একটি গাড়ি এলেও ভিড়ে ওঠা যাচ্ছে না।  

মোহাম্মদপুরের বাসিন্দা মোরশেদ বাংলানিউজকে জানান, পৌনে এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো যাত্রীবাহী বাস পাননি।

স্থানীয়রা জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মহাসমাবেশ কেন্দ্র করে দুপুর থেকে ব্যাংকসহ সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ছেড়েছেন। এই সমাবেশের জন্য বিভিন্ন এলাকার রাস্তা বন্ধ থাকায় মতিঝিলে গাড়ি আসাও বন্ধ রয়েছে।
রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিল ভরদুপুরে এমন ফাঁকা দেখ যায়/ছবি: বাংলানিউজ
মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে বাংলাদেশ ব্যাংক, দৈনিক বাংলার মোড়, পল্টান এবং শাপলাচত্বর থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তা ফাঁকা রয়েছে। এসব এলাকায় রিকশা চলাচল রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি।  

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ জনসভার আয়োজন করেছে। এ কারণে মোহাম্মদপুর, মিরপুর, গাবতলীসহ বেশ কিছু এলাকার গাড়ি শাহবাগ-পল্টন হয়ে মতিঝিল আসে। এসব এলাকা থেকে বাস কম আসছে। এ কারণে রাস্তা ফাঁকা। জানান বাস ড্রাইভাররা।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএফআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।