বুধবার (৭) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত মতিঝিলে গিয়ে সরেজমিনে এ দৃশ্য দেখা যায়।
গাড়ির জন্য অপেক্ষা করা যাত্রীরা জানান, জরুরি প্রয়োজনে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার এসেছিলেন।
মোহাম্মদপুরের বাসিন্দা মোরশেদ বাংলানিউজকে জানান, পৌনে এক ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্তু কোনো যাত্রীবাহী বাস পাননি।
স্থানীয়রা জানান, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মহাসমাবেশ কেন্দ্র করে দুপুর থেকে ব্যাংকসহ সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থল ছেড়েছেন। এই সমাবেশের জন্য বিভিন্ন এলাকার রাস্তা বন্ধ থাকায় মতিঝিলে গাড়ি আসাও বন্ধ রয়েছে।
মতিঝিলের ইত্তেফাক মোড় থেকে বাংলাদেশ ব্যাংক, দৈনিক বাংলার মোড়, পল্টান এবং শাপলাচত্বর থেকে ফকিরাপুল পর্যন্ত রাস্তা ফাঁকা রয়েছে। এসব এলাকায় রিকশা চলাচল রয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ জনসভার আয়োজন করেছে। এ কারণে মোহাম্মদপুর, মিরপুর, গাবতলীসহ বেশ কিছু এলাকার গাড়ি শাহবাগ-পল্টন হয়ে মতিঝিল আসে। এসব এলাকা থেকে বাস কম আসছে। এ কারণে রাস্তা ফাঁকা। জানান বাস ড্রাইভাররা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এমএফআই/এএ