ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু সাদুবান্ধা পুকুর

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে ডুবে মারা গেছে মুন্নি আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী।

বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার দুওসুও সাধুবান্ধা গ্রামের সাদুবান্ধা পুকুরে ডুবে যায় সে। দুপুরে তার মরদেহ ভেসে ওঠে পুকুরে।

মুন্নি উপজেলার সাধুবান্ধা গুচ্ছগ্রামের মাজেদুলের মেয়ে। সে দুওসুও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।  

স্থানীয়রা জানায়, মুন্নি সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে পুকুরে ভেসে ওঠা মরা মাছ ধরতে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর ডুবুরি দলের অনেক খোঁজাখুজির পর দুপুরে তার মরদেহ ভেসে ওঠে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।