বুধবার (৭ মার্চ) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুন নেভাতে গিয়ে শেলি বেগম ও সিদ্দিক আকন নামে দুই প্রতিবেশী আহত হয়েছেন।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মঞ্জুর লস্কর বাংলানিউজকে বলেন, দুপুরে দোপকান্দি মাতবর বাড়ির আফজাল মাতবরের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। কিন্তু ততক্ষণে আগুনে ১৩টি বসতঘরসহ ৫১টি ঘর ও ঘরে ধান, চাল, পাট, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। আগুনে ১৩টি বসতঘরসহ ৫১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/