মিষ্টান্ন ভাণ্ডারের নোংরা পরিবেশ
কিশোরগঞ্জ: নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে কিশোরগঞ্জের হোসেনপুরে এক মিষ্টির দোকানকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৭ মার্চ) দুপুরে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন এ অর্থদণ্ড দেন।
আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, হোসেনপুর বাজারের পশ্চিমপট্টির মেসার্স স্বপন মিষ্টান্ন ভাণ্ডারে পচা মিষ্টি, পোড়া তেল, মেয়াদ উর্ত্তীণ খাবার পরিবেশন এবং নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগ রয়েছে।
পরে বুধবার দুপুরে ওই মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালিয়ে মিষ্টান্ন ভাণ্ডারের মালিক স্বপন মোদককে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
টিএ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।