বুধবার (০৭ মার্চ) ভোর থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার কালিতারা গ্রামের আবুল হোসেনের ছেলে তুষার আহাম্মেদ (২৯), পশ্চিম কৃষ্ণরামপুর গ্রামের মৃত নজরুল্লাহ মিয়ার ছেলে বেলায়েত হোসেন (২৪), কাদির হানিফ ইউনিয়নের আজিজুল হকের ছেলে আবদুল মোতালেব (২৩), কৃষ্ণরামপুর গ্রামের আবদুল করিমের ছেলে আবদুল কাইয়ুম সুমন (৩৫), আবদুর রহিমের ছেলে মো. শরীফ (২৭), কালাদরাফ ইউনিয়নের মৃত আমিন উল্লার ছেলে সুরুজ মিয়া (৪২), অশ্বদিয়া ইউনিয়নের মৃত আব্দুল মালেকের ছেলে এমদাদ উদ্দিন টুটুল (৩৯), এওজবালিয়া ইউনিয়নের ইব্রাহিম খলিলের ছেলে জাহিদুর রহমান রনি (২২), বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের তৈয়ুবুর রহমানের ছেলে মাহমুদুল হাসান মামুন (২৯), কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামের আবদুল হাইয়ের ছেলে আবদুল আফনান ইমন (২২), নোয়াখালী পৌরসভার হাউজিং এলাকার বাবুল ড্রাইভারের ছেলে ফুয়াদ চৌধুরী রবি (২৮), নোয়াখালী পৌরসভার আবুল হাশেমের ছেলে মাঈন উদ্দিন মহিন (২৫) ও একই পৌরসভার নুরুল হকের ছেলে মাহফুজুল হক মুরাদ (২৮)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ ১৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
টিএ