ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
কিশোরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ডিসির মতবিনিময় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

বুধবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।

এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সাংবাদিক এ কে নাসিম খান, সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, শফিক আদনান, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম খায়রুল, আব্দুল কাদির, তানভীর হায়দার প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।

সভায় জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে বন্ধসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।