বুধবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আহমেদ উল্লাহ, সাধারণ সম্পাদক সাকাউদ্দিন আহাম্মদ রাজন, সাংবাদিক এ কে নাসিম খান, সাইফুল হক মোল্লা দুলু, মোস্তফা কামাল, মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, শফিক আদনান, আনোয়ারুল ইসলাম ভূঁইয়া, নজরুল ইসলাম খায়রুল, আব্দুল কাদির, তানভীর হায়দার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মো. সারোয়ার মুর্শেদ চৌধুরী জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে বন্ধসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
আরবি/