ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে পুলিশের ভুয়া নারী সদস্য আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
সিলেটে পুলিশের ভুয়া নারী সদস্য আটক জুলি আক্তার রুবা

সিলেট: সিলেটে জুলি আক্তার রুবা (১৮) নামে পুলিশের এক ভুয়া নারী সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (০৭ মার্চ) দুপুরে শাহজালাল (র.) মাজার এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ।

আটক জুলি আক্তার রুবা হবিগঞ্জ জেলার মাধবপুরের নজরপুর গ্রামের কাওছার মিয়ার মেয়ে।


 
সিলেট কোতোয়ালির শাহজালাল (র.) তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক (এসআই) সফিকুর রহমান বাংলানিউজকে বলেন, মেয়েটির পরিহিত পোশাকের নেমপ্লেটে ‘পাপিয়া’ নাম লেখা ছিলো। এদিন শাহজালাল (র.) মাজার এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা অবস্থায় কর্তব্যরত পুলিশ তাকে চ্যালেঞ্জ করলে সে জানায়, ঢাকা ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত আছে। যোগাযোগ করা হলে এ নামে কোনো কনস্টেবল ঢাকা ভিকটিম সাপোর্ট সেন্টারে চাকরি করেন না বলে নিশ্চিত হওয়া যায়।
 
তিনি বলেন, এক পর্যায়ে তার মোবাইল তল্লাশি করে পুলিশের র‌্যাংক লাগানো পোশাক পরিহিত অবস্থায় আরো ছবি পাওয়া যায়।  

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, সে প্রতারক চক্রের সদস্য। ৩ বছর আগে একই গ্রামের কাওছার নামে একটি ছেলের সঙ্গে তার বিয়ের পর ছাড়াছাড়ি হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।