বুধবার (৭ মার্চ) দুপুরে লালমনিরহাট-রংপুর মহাসড়কের তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-টাঙ্গাইলের কালীহাতি উপজেলার চর দূর্গাপুর এলাকার ওয়াজেদ আলীর ছেলে শফিকুল ইসলাম (২৯), আব্দুল লতিফের ছেলে হাসান আলী (৩২) ও জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত লাল মিয়ার ছেলে ফজলু মিয়া (৪২)।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিস্তা সড়ক সেতু টোল প্লাজায় বগুড়াগামী একটি ট্রাকে পুলিশ তল্লাশি চালায়। এসময় ট্রাকে ৪২ কেজি গাঁজা পাওয়ায় চালকসহ ট্রাকে থাকা তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই