ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৮
পাটগ্রামে ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে তমিজ উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের পাটগ্রাম রেল স্টেশন প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

মৃত তমিজ উদ্দিন হাতীবান্ধা উপজেলার বন্দর এলাকার বাসিন্দা।

তিনি হাতীবান্ধা বন্দরে ক্ষুদ্র ব্যবসা করতেন।  

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, সন্ধ্যায় বাড়ি ফেরার জন্য বুড়িমারী থেকে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে যান তমিজ উদ্দিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার মোকছেদ আলী বাংলানিউজকে জানান, ঘটনাটি লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে। তারা এসে মরদেহ উদ্ধার করবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।