ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে নৌকাবাইচ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
পাটগ্রামে নৌকাবাইচ  নৌকাবাইচ উপভোগ করতে নদীর দুই তীরে দর্শনার্থীদের ভিড়

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচে হাতীবান্ধা, পাটগ্রামের নাওয়ারহাট, গড্ডিমারী ও চৌদ্দবাড়ি বাইচ দল অংশ নেয়।

বাইচ উপভোগ করতে দূর-দূরান্ত থেকে নদীর দুই তীরে ভিড় জমায় দর্শনার্থীরা।  

বাইচে গড্ডিমারী বাইচ দল প্রথম স্থান অধিকার করে। চৌদ্দবাড়ি বাইচ দল ও নাওয়াহাট বাইচ দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।  

তুরুস্ক ভিত্তিক দাতা সংস্থা টিকা আয়োজিত এ নৌকাবাইচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাউরা ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।