রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নের সানিয়াজান নদীতে এ বাইচ অনুষ্ঠিত হয়।
নৌকাবাইচে হাতীবান্ধা, পাটগ্রামের নাওয়ারহাট, গড্ডিমারী ও চৌদ্দবাড়ি বাইচ দল অংশ নেয়।
বাইচে গড্ডিমারী বাইচ দল প্রথম স্থান অধিকার করে। চৌদ্দবাড়ি বাইচ দল ও নাওয়াহাট বাইচ দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
তুরুস্ক ভিত্তিক দাতা সংস্থা টিকা আয়োজিত এ নৌকাবাইচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনিয়া দুলাল, মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বাউরা ইউপি সদস্য আব্দুল কাদের প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসআরএস