ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সীমান্ত জনপদে ঐতিহবাহী নৌকাবাইচ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
সিলেটে সীমান্ত জনপদে ঐতিহবাহী নৌকাবাইচ গোয়াইন নদীতে নৌকাবাইচ

সিলেট: `চন্দ্র সুর্য বান্দা আছে নায়েরই আগায়/দূরবীনে দেখিয়া পথ মাঝি-মাল্লায় বায়/ ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়’। প্রয়াত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের গানের সুরের মুর্ছনায় মেতেছিল সীমান্ত জনপদের লোকজন।

ভারতের সীমান্ত ঘেঁষা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বেলেংগুড়া এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে গোয়াইন নদীর তীরে।
 
রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আগত ২৫টি নৌকা।


 
এতে জৈন্তাপুর উপজেলার উত্তর কাঞ্জর গ্রামের নৌকাকে হারিয়ে একই উপজেলার পুর্বগর্দনা গ্রামের নৌকা চ্যাম্পিয়ন হয়।
 
চ্যাম্পিয়ানদের হাতে ১ম পুরস্কার একটি ঘোড়া, ২য় পুরস্কার ১টি গরু ও ৩য় পুরস্কার একটি খাসি উপহার হিসেবে দেওয়া হয়।

আয়োজক কমিটির সভাপতি বিলাল মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
 
উপজেলা যুবলীগ নেতা গোলাম কিবরিয়া রাসেলের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মনজুর আহমদ, জৈন্তাপুর উপজেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপি নেতা আজাদুর রহমান ও জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য সায়েদ আহমদ, শামিম আহমদ, মুদছ্ছির আহমদ, আব্দুর রকিব, আজিজুল ইসলাম, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম ইয়াকুর আলী, উপজেলা ছাত্রলীগ নেতা গোলাম রেজওয়ান রাজিব, দুলাল আহমদ,মাহমুদ আলী, নুর উদ্দিন, ফারুক আহমদ, আয়নুল্লাহ, সাজ্জাদ, বক্কর, নিজাম, বাবুল প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।