রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেএম রাশেদুজ্জামান রাজা।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-পূর্বধলার সরকার শাহারিয়ার আলম, নাজমুল হক ও রফিকুল ইসলাম।
সন্ধ্যায় পাবলিক প্রসিকিউটর (পিপি) ইফতেখার উদ্দিন মাসুদ বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬ জুন রাতে নেত্রকোনার পূর্বধলা চৌরাস্তা থেকে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ওই তিন মাদকবিক্রেতাকে আটক করে পুলিশ।
পরে পূর্বধলা থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। তদন্ত শেষে পুলিশ একই বছরের ১১ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন।
পরবর্তীকালে আদালত দীর্ঘ শুনানি শেষে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন বিচারক।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
আরএ