ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ৩০ লিটার চোলাই মদসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ঈশ্বরদীতে ৩০ লিটার চোলাই মদসহ আটক ১ চোলাই মদসহ আটক সোহাগ/ছবি: বাংলানিউজ

পাবনার ঈশ্বরদী পৌর শহরের রেলগেট এলাকা থেকে ৩০ লিটার চোলাই মদসহ সোহাগ (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ সেপ্টেম্বর) রাতে পুলিশ ফাঁড়ির একটি দল ঈশ্বরদী-পাকশী মহাসড়কের টিপু সুলতান রোড় অভিযান চালিয়ে তাকে আটক করে।

সোহাগ ঈশ্বরদী শহরের দরিনারিচা এলাকার আব্দুর রশীদের ছেলে।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে চোলাই মদ সরবরাহ করে আসছিলেন সোহাগ। রাতে সোহাগ চোলাই মদ নিয়ে পাকশীর কোনো এক গন্তব্যে নিয়ে যেতে গাড়ি খুঁজছিলেন। এ সময় গোপন সূত্রে খবর পেয়ে থানার একটি দল অভিযান চালিয়ে ঈশ্বরদী-পাকশী মহাসড়কের রেলগেট এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছে থাকা ৩০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।  

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান,আটক সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যেমে পাবনা জেলহাজতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৮
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।