সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এবিএম আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, বোডঘাটের নামাপাড়ার একটি পাঁচ তলা ভবনের নিচ তলা থেকে গৃহবধূ রিনার মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, রিনা তার স্বামী ও এক সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। এ ঘটনার সময় তাদের সন্তান বাসায় ছিল না। ধারণা করা হচ্ছে রিনাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পিন্টু পলাতক রয়েছেন।
পিন্টুকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি আসাদুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এজেডএস/আরআইএস/