সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
কারখানার সিনিয়র ম্যানেজার (প্রশাসন) নিয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, ঢাকা থেকে মাইক্রোবাসযোগে সেভেন রিংসের আইটি বিভাগের প্রধান মাসুদুর রহমান, শহীদ নামে এক কর্মকর্তা ও চালক কালীগঞ্জে সেভেন রিংস কারখানায় আসছিল। এ সময় বাঘারপাড়া এলাকায় এলে মাইক্রোবাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে য়ায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় ওই তিনজন সামান্য ব্যথা পেয়েছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, বাঘারপাড়া এলাকায় কালীগঞ্জ ঘোড়াশাল সড়কের পাশে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসটিতে আগুন ধরে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
আরএস/এএটি