সোমবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ভবন দুইটি উদ্বোধন করেন।
ব্যারাক উদ্বোধন শেষে আইজিপি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।
জানা যায়, পুলিশ লাইন্সে ৪ কোটি ৯ লাখ ৫৩ হাজার ৫১৮ টাকা ব্যয়ে ছয়তলা ভীত বিশিষ্ট দুইতলা ব্যারাক ভবন নির্মাণ করা হয়। ২০১৮-১৯ অর্থবছরে একটি ফ্লোর প্রশাসনিক অনুমোদন হয়ে গেছে। শহরের শ্রীপল্লী এলাকার ছয়তলা ভীত বিশিষ্ট দুইতলা সদর পুলিশ ফাঁড়ি দুই কোটি ৫০ লাখ ৪৯৭ টাকা ব্যয়ে নির্মিত হয়। ২০১৮-১৯ অর্থ বছরে আরো চারটি ফ্লোরের প্রশাসনিক অনুমোদন পাওয়া গেছে। এছাড়া তিন কোটি ৭৩ লাখ ৯১ হাজার টাকা অর্থায়নে ছয়তলা ভীত বিশিষ্ট তিনতলা অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা প্রশাসক সায়লা ফারজানা, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মশিউর রহমান, সদর সার্কেল এএসপি খন্দকার আশফাকুজ্জামান, টঙ্গিবাড়ী ও সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আসাদুজ্জামান প্রমুখ।
এদিকে, দুপুরে খেলাধুলা ও সন্ধ্যায় মাদকবিরোধী কনসার্ট ‘এসো আলোর পথে’ এর আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে আইজিপি মোহাম্মদ জাবেদ পাটোয়ারী উপস্থিত থাকবেন। কনসার্টে যোগ দিচ্ছেন শিল্পী মমতাজ বেগম এমপি। এছাড়া পুলিশের দুই বছরের কর্মযজ্ঞ নিয়ে ‘অগ্রগতির দুই বছর’ নামে মুন্সিগঞ্জে জেলা পুলিশের একটি স্মরণিকা বের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনটি