সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দুই নম্বর ঢাকেশ্বরী সাকিনস্থ আবু বক্করের নির্মাণাধীন বাড়ির দোতলা থেকে মাদকসেবনরত অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।
চুন্নু ফতুল্লার নয়ামাটি এলাকায় মৃত আবু তালেক পুইক্কার ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় নয়টি মামলা রয়েছে।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, চুন্নুকে মাদকসেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আগে নয়টি মামলা রয়েছে। এখন নতুন করে আরেকটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
আরবি/