সোমবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম।
সভায় প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান। বক্তব্য দেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খান। তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন।
একই ভাবে নেত্রকোণা মেডিকেল কলেজের (নেমেক) অধ্যক্ষ ডা. এ কে এম সাদিকুল আজমও কলেজের সর্বশেষ কার্যক্রম তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু, জেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, নেত্রকোণা সদর উপজেলা চেয়ারম্যান এসএম কামরুল হাসান শাহীন, দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদ খান, নেত্রকোণা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আক্তারুজ্জামান, দৈনিক বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রফিকউল্লাহ খান বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো চলতি শিক্ষাবর্ষেই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথমে বাংলা, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল ও উন্নয়ন অর্থনীতি বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।
উল্লেখ্য, নেত্রকোণা পৌরএলাকার রাজুর বাজারে বারহাট্টা রোডে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ ও কার্যক্রম চলবে।
এছাড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. একেএম সাদিকুল আজম জানান, এ শিক্ষাবর্ষ থেকে মেডিকেলের কার্যক্রম শুরু হবে। অবকাঠামো বা ভবন নির্মাণ না হওয়া পর্যন্ত হাসপাতালের ইপিআই ভবনে মেডিকেল কলেজের ক্লাস চলবে।
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই/