সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আনিছুর রহমান এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২২ মার্চ পঞ্চগড় জেলা শহরের পুরাতন ক্যাম্প ভাই ভাই মঞ্জিলের বাসায় ছেলে শান্ত প্রকাশ্যে দিবালোকে তার বাবা মিজানুর রহমান বুলবুল ও মা সুলতানা আক্তার রিনাকে গলা কেটে হত্যা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রঞ্জু আহম্মেদ ২০১৫ সালের ৩১ জুলাই আদালতে চার্জশিট দেন। দীর্ঘদিন সাক্ষীদের জেরা ও বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার আসামির উপস্থিতিতে অাদালত এ রায় ঘোষণা দেন।
বাদী পক্ষে এপিপি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও আসামিপক্ষে অ্যাডভোকেট আব্দুল আলিম মামলা পরিচালনা করেন।
এ বিষয়ে পঞ্চগড়ের রাষ্ট্রপক্ষের অতিরিক্ত এপিপি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, আমি আসামি শান্তর মৃত্যুদণ্ড আশা করেছিলাম। তবে আইনের সিন্ধান্তে আমি সন্তুষ্ট।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনটি