দুদকের উপ-পরিচালক সাইদুর রহমান এক তলবি চিঠির মাধ্যমে তাকে তলব করেছেন।
অবৈধভাবে বিপুল সম্পদ অর্জন, হিসাব বহির্ভূত সম্পত্তি অর্জন এবং মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে মুদ্রা পাচারের অভিযোগে মেজর মান্নানকে তলব করা হয়েছে।
দুদকের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর মেজর মান্নানকে সেগুন বাগিচাস্থ দুদকের মূল কার্যালয়ে হাজির থেকে জিজ্ঞাসাবাদে অংশ নিতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
আরএম/এমজেএফ