ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
পঞ্চগড়ে শেষ হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান। ছবি: বাংলানিউজ

পঞ্চগড়: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনাল খেলায় পঞ্চগড় সদর উপজেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে জেলা চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় পৌরসভা একাদশ। জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য নাজমুল হক প্রধান।

 

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম আজম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহতেশাম রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলামসহ অনেকে।  

২২ সেপ্টেম্বর পঞ্চগড় জেলার পাঁচ উপজেলা ও একটি পৌরসভা নিয়ে জেলা পর্যায়ের এ টুর্নামেন্ট শুরু হয়।  

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।