সোমবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম বন্ধ ছিল।
হামলার শিকার ব্যক্তিরা হলেন-নির্বাচন অফিসের টিম ম্যানেজার আব্দুর রাজ্জাক, অপারেটর রাজীব ও সহযোগী অপারেটর সজীব, অফিস সহকারী শামীম এবং আনসার সদস্য মামুন।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ বাংলানিউজকে জানান, সকালে পোড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। দুই শতাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে তাদের স্মার্টকার্ড সংগ্রহ করছিলেন। এসময় লুৎফর রহমান নামে এক ব্যক্তি সিরিয়াল ভেঙ্গে আগে যাওয়ার চেষ্টা করলে কর্তব্যরত আনসার সদস্য তাকে বাঁধা দেন। এ সময় তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ওই আনসার সদস্যকে মারধর করেন। পরে অপারেটররা এগিয়ে এলে লুৎফর রহমান ও তার স্বজনরা তাদেরও পিটিয়ে আহত করেন। এ ঘটনার পর প্রায় দুই ঘণ্টা স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম বন্ধ রাখা হয়।
খবর পেয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
তিনি আরো জানান, সেনা সদস্য পরিচয়দানকারী লুৎফর রহমান ও তার ভাই লালনকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।
সদর থানার পরিদর্শক (অপারেশন) নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নির্বাচন কর্মকর্তা অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এসআই