সোমবার (২৪ সেপ্টেম্বর) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রাশেদা সুলতানা আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গাইবান্ধা জজ কোর্টের পিপি শফিকুল ইসলাম শফিক বাংলানিউজকে জানান, ২০১৬ সালের ১৮ মার্চ সকালে ওই উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামের মফিজল হকের ছেলে রিকশা চালক মিজানুর রহমানের (১৯) মরদেহ একই ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের রাস্তার ধারে বাঁশঝাড়ে পড়ে থাকতে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত করে হামিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রুহুল আমিনকে সনাক্ত করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। এরপর দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনটি