সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের লালবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। খালিক গোয়াইনঘাট উপজেলার সালুটিকর মিত্রিমহল এলাকার বাসিন্দা মাহমুদ আলীর ছেলে।
র্যাব-৯ সিলেটের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে লালবাজার এলাকায় অভিযান চালিয়ে মাছের পেট কেটে ৬১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় ছদ্দবেশি ইয়াবা কারকারি মাছ বিক্রেতা খালিককে আটক করা হয়।
তিনি বলেন, ভারতের সীমান্তঘেষা জকিগঞ্জ থেকে মাছের পেটে করে ইয়াবা নিয়ে সিলেট নগরে আসেন খালিক। এ বিষয়ে আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
এনইউ/আরবি/