সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. শাহ কামাল আকন্দের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রোববার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৫ সেপ্টেম্বর ত্রিশাল এলাকার এক কিশোরীকে একদল যুবক অপহরণ করে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। পরে ওই কিশোরীকে তারা ত্রিশাল রাঘামারা সাউদিয়া পেট্রোল পাম্পের পাশে ফেলে যায়।
এ ঘটনায় ভিকটিমের বোন সোমা আক্তার ত্রিশাল থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮
ওএইচ/