ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ব্রাহ্মণবাড়িয়ায় ২৯ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় একটি টেক্সিক্যাব থেকে ২৯ কেজি গাঁজাসহ শাহেদ আলী সুমন (৩৩) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাব (১৪) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প।

সোমবার (২৪ সেপ্টেম্বর)  বিকেলে শহরতলির ঘাটুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সুমন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার দক্ষিণ বালিগাঁও গ্রামের মো. নায়েব আলীর ছেলে।

রাতে র‍্যাব (১৪) ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা প্রেস বিজ্ঞতির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল বিকেলে ঘাটুরা ১ নম্বর গ্যাস ফিল্ড সংলগ্ন মাস্টার মার্কেটস্থ জনৈক রাজন রেডিও ওয়াটার অ্যান্ড ওয়েল্ডিং গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহ হলে একটি টেক্সিক্যাবসহ সুমনকে আটক করা হয়। পরে তার গাড়িটি তল্লাশি করে ২৯ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় সুমনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।