ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
স্কুলছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ২ আটক অপহরণকারীরা

হবিগঞ্জ: হবিগঞ্জে স্কুলছাত্রকে অপহরণের পর ১০ লাখ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। টাকা হাতিয়ে নেওয়ার পর শিশুটিকে হত্যার পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে অপহরণকারীরা।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার চুনারুঘাটের সাতছড়ি জঙ্গল থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- বানিয়াচং উপজেলার পাতারিয়া গ্রামের মৃত প্রফুল্লা সরকারের ছেলে রিপন সরকার (১৯) এবং সদর উপজেলার মজলিশপুর গ্রামের মিরাজ আলীর ছেলে কিতাব আলী (১৮)। তাদের কাছ থেকে একটি ছোড়াও জব্দ করা হয়।  

হবিগঞ্জ ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) ইকবাল বাহার বাংলানিউজকে জানান, সদর উপজেলার রামপুর গ্রামের কাঠমিস্ত্রী অভিনয় সূত্রধরের ছেলে অভিজিৎ সূত্রধর (১১)। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেন স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র। প্রতিদিনের মতো সোমবার বিকেলে স্কুল থেকে ফিরে খাওয়া-দাওয়ার পর খেলা করতে যায় অভিজিৎ। এ সময় রিপন ও কিতাব আলী তাকে অপহরণ করে সাতছড়ি জঙ্গলে নিয়ে যায়। সেখান থেকে ফোনের মাধ্যমে ওই স্কুলছাত্রের বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শিশুটির বাবা ডিবি পুলিশের স্মরণাপন্ন হন। রাতে চুনারুঘাট থানা পুলিশকে সঙ্গে নিয়ে ডিবি পুলিশ কল ট্র্যাকিংয়ের মাধ্যমে দুই অপহরণকারীকে গ্রেফতার এবং স্কুলছাত্রকে উদ্ধারে সক্ষম হয়।

এসআই ইকবাল বাহার আরো জানান, মুক্তিপণের ১০ লাখ টাকা আদায়ের পর শিশুটিকে হত্যার পরিকল্পনা ছিল বলে স্বীকার করেছে অপহরণকারীরা। মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।  
 
বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।