মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়। আটক অনজের আলী পার্বতীপুর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অনজের আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
আটক অনজের আলীর নামে হরিণাকুন্ডু থানায় হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআই