ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, পাবনা থেকে ছেড়ে আসা একটি নছিমন ভেড়ামারা শহরের প্রাণকেন্দ্র চার রাস্তা মোড়ে এসে উল্টে যায়। এতে গুরুতর আহত হন নসিমনের হেলপার (২৪)।
অপরদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, সকাল ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার মধুপুর ইটভাটা বাজারের কাছে রাস্তা পার হচ্ছিল সুমাইয়া (০৬) নামে একটি শিশু। এসময় মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। সুমাইয়া মধুপুর এলাকার আছানুর রহমানের মেয়ে।
বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৮
এসআই