তিনি বলেছেন, পূজায় যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের পাশাপাশি উদযাপন কমিটিকে নজর রাখতে হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি পুলিশ লাইন্সে পূজা উদযাপন কমিটির সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন- খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. এমএম সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আওয়াল, পূজা উদযাপন কমিটির খাগড়াছড়ি শাখার সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্যী, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বছর খাগড়াছড়িতে ৫৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এসব মণ্ডপে নিবিঘ্নে দুর্গোৎসব উদযাপন করার জন্য পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে নজর রাখার আহ্বান জানানো হয় সভায়।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘন্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এডি/ওএইচ/