এ উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাইসাইকেল র্যালি।
শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (এসপি)এবিএম মাসুদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. এসএম সরওয়ার কামালসহ সংশ্লিষ্টরা।
পরে বাইসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে হিমছড়ি পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে ফেস্টুনের মাধ্যমে একটি বাড়ি খামার,কমিউনিটি ক্লিনিকসহ প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগ তুলে ধরা হয়।
র্যালিতে সরকারি কর্মকর্তা, শিক্ষাথী, ক্রীড়াবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার ৫ শতাধিক বাইসাইকেল আরোহী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এএটি