শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়।
ছাত্তার শপিং মলের ম্যানেজার শাহিন জানান, শপিং মলটি গত রাতে তালাবদ্ধ করে কর্মচারীরা চলে যায়। প্রতিদিন সকালে ৯টার দিকে শপিং মলটি খোলা হয়। এর আগেই জানতে পারেন শপিং মলে আগুন লেগেছে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় শপিং মলের অন্তত ৩ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
আরএ