ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে শপিং মলে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
টাঙ্গাইলে শপিং মলে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি আগুনো পোড়া দোকান। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাব কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ছাত্তার শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে দুই ঘণ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন নিভাতে সক্ষম হয়।

 
 
ছাত্তার শপিং মলের ম্যানেজার শাহিন জানান, শপিং মলটি গত রাতে তালাবদ্ধ করে কর্মচারীরা চলে যায়। প্রতিদিন সকালে ৯টার দিকে শপিং মলটি খোলা হয়। এর আগেই জানতে পারেন শপিং মলে আগুন লেগেছে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় শপিং মলের অন্তত ৩ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।