শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের বারীপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিসহ চালক জাকের হোসেনকে (৪৫) আটক করেছে পুলিশ।
নিহত আবুনি আক্তার জেলার সদর উপজেলার মতিপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আটক ট্রাকচালক বেগমগঞ্জ উপজেলার শরিফপুর ইউনিয়নের রুহুল আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, কয়েকদিন আগে মায়ের সঙ্গে নানার বাড়ি বারীপুকুরপাড় এলাকায় বেড়াতে আসে আবুনি। দুপুরে নানার বাড়ির পাশের দোকানে যায় সে। দোকান থেকে আবার বাড়ির যাওয়ার সময় রাস্তা পার হচ্ছিল আবুনি। এসময় সোনাপুর বাজার থেকে কবিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার পর ঘাতক ট্রাকসহ তার চালকে আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি