ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে ৮ পেট্রোল বোমা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বানিয়াচংয়ে ৮ পেট্রোল বোমা উদ্ধার উদ্ধার হওয়া পেট্রোল বোমা

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদর থেকে আটটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের বাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
 
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বানিয়াচং ১ নম্বর উত্তর-পুর্ব ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

এসময় ইউনিয়ন পরিষদের বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় আটটি পেট্রোল বোমা ও ১০টি রডের টুকরো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা নাশকতা করার জন্য এগুলো এখানে এনে রেখেছে।  

বর্তমানে উদ্ধার হওয়া বোমা পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।