শনিবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের বাগান থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকালে বানিয়াচং ১ নম্বর উত্তর-পুর্ব ইউনিয়ন এলাকায় অভিযান চালায় পুলিশ।
বর্তমানে উদ্ধার হওয়া বোমা পানিতে ভিজিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
জিপি