ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বানমুন সম্মেলনের সহযোগিতায় ‘পিকমি’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
বানমুন সম্মেলনের সহযোগিতায় ‘পিকমি’ সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল।

ঢাকা: ‘টেকসই ভবিষ্যত ও বৈশ্বিক নাগরিকত্ব অর্জনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণ’ স্লোগান নিয়ে তিনদিন ব্যাপী ‘বানমুন সম্মেলন ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে যাতায়াতের জন্য সহযোগিতা করেছে রাইডশেয়ারিং ‘পিকমি’।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দেশের ২৫টি স্কুল-কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন।

জাতিসংঘের সাধারণ অধিবেশনের আলোকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৌদি-আরব, ইয়েমেন, সিরিয়া, মিয়ানমারসহ বিশ্বের সমস্যা কবলিত দেশের হয়ে আলোচনায় অংশ নেয়, এতে এ কার্যক্রম বৈশ্বিক উন্নয়নে অবদান রাখতে পারে।

সম্মেলনে অন-ডিমান্ড রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পিকমি’ ট্রান্সপোর্ট পার্টানার হিসেবে বানমুন সম্মেলনে সহযোগিতা করায় বানমুনের পক্ষ থেকে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান ‘পিকমি’কে সম্মাননা স্মারক দেওয়া হয়।
 
অফিসার ইনচার্জ (ইউএনআইসি) এম. মনিরুজ্জামানের কাছ থেকে পিকমির পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রকল্প পরিচালক মোজাম্মেল হোসেন সজল।  

সজল জানান, এ ধরনের সম্মেলনের মধ্যদিয়ে প্রতি বছর যেন বৈশ্বিক সমস্যাগুলো আলোচনা এবং সমাধানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে তার ব্যবস্থা অব্যাহত থাকে। আগামীতে বানমুনের সঙ্গে পিকমি থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন পরিচালক মেসকাত হোসেন রাকিব, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অভি রহমান।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।