শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় ট্রেন স্টেশনের সিগনাল পয়েন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান পঞ্চগড় জেলা সদরের ধাক্কামারা সিঅ্যান্ডবি মোড় এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, রমজান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। দুপুরে পরিবারের লোকজন ও প্রতিবেশিদের আত্মহত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান রমজান। দুপুর ১টার দিকে পঞ্চগড় থেকে পার্বতীপুরগামী কাঞ্চন এক্সপ্রেস পঞ্চগড় থেকে ছেড়ে গেলে স্থানীয়রা রমজানের ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রমজান আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) ইজার উদ্দিন বাংলানিউজকে বলেন, রেলওয়ে পুলিশের আন্ডারে ঘটনা, তাই রেল পুলিশ এসে ঘটনার তদন্ত করবে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস