ভোক্তাদের অভিযোগ, বেকারিতে তৈরি সিংগারাতে কলিজা থাকার কথা বলা হলেও তা পাওয়া যায় না। কিন্তু যেখানে শহরের অন্যান্য জায়গাতে একই মানের সিংগারার দাম পাঁচ টাকা, সেখানে এ প্রতিষ্ঠান ভোক্তার কাছ থেকে সিংগারার দাম নিচ্ছে সাত টাকা।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করতে শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ওই বেকারিতে গিয়ে চারটি সিংগারা কেনা হয়। এ সময় একটি সিংগারাতে কোনো কলিজা পাওয়া যায় নি।
ভোক্তাদের অভিযোগ প্রসঙ্গে বেকারির ম্যানেজার তাহের মিয়া বাংলানিউজকে বলেন, আগে পাঁচ টাকার প্রতিটি সিংগারাতে কলিজা দিতে পারতাম। বর্তমানে কলিজার দাম বৃদ্ধি পাওয়ায় সিংগারাতে ফ্লেভার দেওয়া হচ্ছে।
সিংগারার মিকচারে (আলু, মটরশুঁটি ও অন্যান্য মসলা দিয়ে বানানো) কলিজার ফ্লেভার পাওয়া যায়। ফ্লেভারের কারণে সিংগারার দাম দুই টাকা বেশি হতে পারে কি না? এমন প্রশ্নের জবাবে নিশ্চুপ থাকেন তাহের মিয়া।
ব্রাহ্মণবাড়িয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক বাহাউদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বলেন, বিষয়টি জানতে পারলাম। সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এসআরএস