মাদকবিক্রেতা আটক
ময়মনসিংহ: ময়মনসিংহে তিন কেজি গাঁজাসহ শানাল মিয়া (৩০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ সেপ্টেম্বর) জেলার নান্দাইলের নাগপুর এলাকায় অভিযান চালিয়ে ওই মাদকবিক্রেতাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৮
এমএএএম/এএইচ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।