ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৮
গাজীপুরে ছেলের হাতে বাবা খুন

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরসৌম এলাকায় ছেলে হাতে ব্যবসায়ী বাবা খুন হয়েছেন।

রোববার (৯ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত হলেন- ওই এলাকার রড সিমেন্ট ব্যবসায়ী আব্দুল হাই (৫৫)।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রাজীব চক্রবর্তী বাংলানিউজকে জানান, উপজেলার উত্তরসৌম এলাকায় বাড়ির সঙ্গে রড সিমেন্টের দোকান ব্যবসা করতেন আব্দুল হাই। হৃদয় (২০) নামে তার মানসিক ভারসাম্যহীন এক ছেলে রয়েছে। ওই ছেলেকে রিহাব সেন্টার দেবে বলে ছেলে হৃদয় শুনতে পারে। প্রতিদিনের মতো রাতে আব্দুল হাই ঘুমিয়ে পড়েন।

একপর্যায়ে ভোর সাড়ে ৪টার দিকে তার ছেলে হৃদয় ওজন মাপার ৫ কেজি পাথর দিয়ে তার মাথায় আঘাত করে ও পেটসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে। পরে আব্দুল হাইকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল হাইকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চক্রবর্তী আরও জানান, খবর পেয়ে সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ছেলে হৃদয়কে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।