ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ২ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
কুলিয়ারচরে ২ হাজার ইয়াবাসহ বিক্রেতা আটক আটক আবুল কালাম

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় দুই হাজার ৭২ পিস ইয়াবাসহ আবুল কালাম (৫০) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর মনসা মাজার সংলগ্ন বটতলা থেকে তাকে আটক করা হয়। কালাম উপজেলার লক্ষ্মীপুর (বাসস্ট্যান্ড) এলাকার মো. এমাদ উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের উপ-পরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর হাসিবুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বাংলানিউজকে তিনি জানান, আটক কালামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৮
এমএমইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।