ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ইয়াবাসহ আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
ফেনীতে ইয়াবাসহ আটক ২ 

ফেনী: ফেনীতে ২৯ হাজার ইয়াবাসহ দুই মোটর সাইকেল আরোহীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। আটকরা হলেন- আল আমিন ও মাহমুদুর রহমান মুন্না। 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রামপুর র‌্যাবের ক্যাম্পের সামনে থেকে তাদের আটক করা হয়।  

র‌্যাব জানায়, আটক দুইজন চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের র‌্যাব ক্যাম্পের সামনে একটি মোটরসাইকেলকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় মোটরসাইকেলের ট্যাংকের ভেতর বিশেষ কায়দায় রাখা ইয়াবার একটি প্যাকেট উদ্ধার করেন র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

বাংলানিউজকে তিনি জানান, আটকদের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সিরহাট এলাকায়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
এসএইচডি/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।