ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণের কম্বল পৌঁছালো বেনাপোলে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, ডিসেম্বর ১৯, ২০১৮
রোহিঙ্গাদের জন্য ভারতের ত্রাণের কম্বল পৌঁছালো বেনাপোলে বেনাপোল বন্দরে ত্রাণের কম্বল

বেনাপোল (যশোর): বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য ভারত সরকারের দেওয়া ত্রাণের কম্বলের চালান বেনাপোল বন্দরে পৌঁছেছে।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেল ৪টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে চারটি ট্রাকে ২৫ হাজার ৮শ পিস কম্বল বেনাপোল বন্দরে প্রবেশ করে।

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) যমুনা ট্রেডিং করপোরেশনের সত্ত্বাধিকারী আমিনুল হক বাংলানিউজকে জানান, ভারত সরকার রোহিঙ্গাদের জন্য ২ লাখ ২৫ হাজার পিস কম্বল ও ২ লাখ পিস সুয়েটার ত্রাণ দিচ্ছে।

এর মধ্যে ১৮ ডিসেম্বর একটি চালানে ২৫ হাজার ৮শ পিস ও গত ১৪ ডিসেম্বর আরেকটি চালানে ৫ হাজার ৮২০ পিস কম্বল এসেছে।

মাল ভারতীয় ট্রাক থেকে আনলোড করে বন্দরের ৩০ নম্বর পণ্যাগারে রাখা হয়েছে। আগামী দু’একদিনের মধ্যে এসব কম্বল বন্দর থেকে ছাড় করানো হবে। চট্টগ্রামের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যাবে এসব কম্বল। সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হবে। কাস্টমস থেকে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দ্রুত যাতে বন্দর থেকে এসব কম্বল ছাড় করানো যায় সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
এজেডএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ