মঙ্গলবার (১২ মার্চ) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মামুন শহরের হাউজিং মোড়ের বাসিন্দা।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, সকালে ভবাইনগর গ্রামের একটি ফাঁকা স্থানে মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের গায়ে কোনো পোশাক ছিল না।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআই