ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ফেনসিডিলসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
গাজীপুরে ফেনসিডিলসহ যুবক আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকা থেকে ৩০০ বোতল ফেনসিডিলসহ ফরহাদ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ মার্চ) সকালে তাকে আটক করা হয়। ফরহাদ দিনাজপুরের বিরামপুর চকপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর চন্দ্র সূত্রধর বাংলানিউজকে জানান, দিনাজপুর থেকে একটি ট্রেনে প্লাস্টিকের বস্তায় করে ফেনসিডিল ঢাকা নিয়ে যাচ্ছে ফরহাদ, এমন সংবাদের ভিত্তিতে সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন থেকে তার পিছু নেয় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে যান তিনি। একপর্যায়ে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের গতি কমলে তিনি ফেনসিডিল ভর্তি বস্তাটি ট্রেন থেকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করেন। এসময় ৩০০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।