মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সর্বনান্দ ইউনিয়নের নতুন হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আল-আমিন উপজেলার নলডাঙ্গা কলেজপাড়ার আলাউদ্দিনের ছেলে।
সর্বনান্দ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সকালে আল-আমিনসহ তিন শিক্ষার্থী বাইসাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। পথে নতুন হাট এলাকায় একটি ট্রাক্টর পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আল-আমিনের মৃত্যু হয়। এসময় আহত হয় অপর দুই শিক্ষার্থী। আহতদের নাম জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুর্ঘটনার প্রতিবাদে নতুনবাজার এলাকায় বেলা ১২টা পর্যন্ত বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। পরে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআই