ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রকৌশলীকে আটকের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
প্রকৌশলীকে আটকের প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন  মানববন্ধনে লক্ষ্মীপুর এলজিইডি'র কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: হবিগঞ্জের বাহুবল উপজেলায় প্রকৌশলী গোলাম মো. মহিউদ্দিনকে আটকের প্রতিবাদে লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে এম রশিদ আহমেদ, সিনিয়র সহকারী প্রকৌশলী মো. আনোয়ার পারভেজ, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলী, রামগতি উপজেলা প্রকৌশলী জি এম কামাল, সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, কমলনগর উপজেলা প্রকৌশলী সোহেল আনোয়ার ও রামগঞ্জ উপজেলা প্রকৌশলী সিফাত আহমেদসহ জেলা-উপজেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিন ক্ষমতার অপব্যবহার করে প্রকৌশলী মহিউদ্দিনকে আটক করিয়েছেন।  

এ ঘটনায় ইউএনও জসিমকে প্রত্যাহার ও তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা ।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।