মঙ্গলবার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলার কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল আমিন কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চরাই এলাকার জাহাঙ্গীর শিকদারের ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন জানান, ট্রাক্টর ভাড়ায় এনে অন্যের জমি চাষ করতেন আল আমিন। দুপুরে পাশের গ্রামের এক ব্যক্তির জমিতে হাল চাষ করার জন্য আঞ্চলিক সড়ক থেকে নামতে গেলে ট্রাক্টরটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৯
এসআই